মহাকালের স্মৃতির পাতায় লিখি মনের কথা
ভালো মন্দের ছন্দ বানেই ভাসাই গোপন ব্যথা।
ভাব সাগরে ভাবের কথা প্রাণ খোলে সব বলি
নিরাশ প্রাণে আশার তরী একলা বেয়ে চলি।
ভাবের ঘাটের রসিক যারা সোনার তরী বায়
আমায় দেখে মুচকি হেসে আড় নয়নে চায়।
দু'হাত বাড়ায় সান্ত্বনা দেয় শোনায় নীতির বাণী
দুঃখ ভুলে যেতে বলে মুছে চোখের পানি।
আঁধার জয়ের স্বপ্ন দেখায় কেহ এসে কাছে
ক্ষণিক জীবন ধ্বংস যেন নাহি করি মিছে।
সান্ত্বনা পাই ভবের হাটে তাদের কথা শুনে
মানুষ যারা পরের ক্ষতি কেউ করেনা জেনে।
                  (০৪/০১/২১ইং)