আজব দেশে আজব খেলা
দেখলে তোরা আয়
অন্ধজনে খেলার মাঠে
ঢঙ্গ খেলা দেখায়।
হাসবে তোরা মনের সুখে
নতুন খেলা দেখে
দিনের চেয়ে রাতেই যারা
কর্ম করে সুখে।
দেখতে পাবে গুরুর মুখে
শক্ত তালা মারা
সরল সোজা পথে পথে
কাঁটা তারের বেড়া।
বনের পশু ন্যায়ের ঘরে
ঘুমায় আরাম করে
শান্তিরা সব কষ্ট শোকে
বন বাদরে ঘুরে।
শক্তি সাহস পেশি জোর
যার গায়ে আছে
সোনার মুকুট পরে সে
আপন সুখে নাচে।
দেখবে যদি আজব খেলা
অচিন দেশে আয়
রাতের বেলা দেখবে আলো
সুন্দর দেখা যায়।
       (০৭/১/২১ইং)