হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
অশান্ত পৃথিবীতে কিছু বিশুদ্ধ প্রেম পাঠাও
কষ্টনদীর প্রবাহমান তীব্র গতির সর্বনাাশী স্রোত
মনুষ্যত্বের কল্যাণে আপন মহিমায় একটু থামাও।
হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে বেহায়াপনার উন্মুক্ত জানালা রুদ্র করে দাও
মানুষ পশুর ক্রিয়াকর্মে পরিবর্ত আনয়ন করে
মন মননে জাগরনের ঐশ্বরিক শক্তি যুগাও।
হে দয়াময প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
লজ্জাহীন সমাজের পৈশাচিক নির্লজ্ব নিঠুরতা কমাও
শুভ্রপ্রেমের কারুকার্যে পৃথিবী সাজাও হাজারো রঙে
অনাচার রোধে সহসা অন্ধচোখ খোলে দাও।
হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
ইবলিশের সমস্ত কু-প্ররোচনা থেকে মানুষ বাঁচাও
হিতৈষী প্রভার বিচ্ছুরণ ঘটাও তামাম জাহানে
বৈরিতা ভুলে স্বর্গের সুবাতাস ছড়িয়ে দাও।
হে দযাময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
ভ্রান্তপথ পরিহারে মানব অন্তরে হেকমত দাও
ক্ষমাশীল তুমি,ক্ষমাতেই আনন্দ একক শক্তিতে
সভ্যতা বিনির্মানে শক্তি সাহস যুগিয়ে দাও।
হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
পাষাণ  আত্মায় মন্দ কাজের ভয় জাগাও
বিরানভূমিকে মায়ার বন্ধনে বাসযোগ্য গড়ে তুলে
সন্ধি প্রতিস্থাপনে পৃথিবীকে শান্তির ছাড়পত্র দাও।
                      (০৬/০৩/২১ইং)