সোনার ফসল ফলায় মাঠে
আমার দেশের চাষী
তবু তারা পেটের ক্ষুধায়
মুখে রাখে হাসি।
দুঃখ শোকের ভেলায় চড়ে
মাঠে কাটায় বেলা
কর্ম নিয়ে ব্যস্ত থাকে
ভুলে গিয়ে হেলা।
রোদ বৃষ্টি গায়ে মেখে
ফসল ফলায় মাঠে
পায়না খুঁজে সুখের দেখা
এই দুনিয়ার হাটে।
সহজ সরল পথে সদাই
খুঁজে পরের সুখ
মলিন মুখে দেখলে হাসি
জুড়িয়ে যায় বুক।
মা মাটি দেশের জন্য
কাঁদে যার প্রাণ
জীবন চলার পথে তারা
পায়না সঠিক মান।
   (১৭.০৭.২০ইং,রাঃ১১:১০)