সভ্যতার বস্তিতে নিরাশার ঢেউ
আশার তরী নিয়ে আসেনা কেউ।
মুখে শুনি দিবা নিশী বেদনার গীতি
সুখ যেন জীবনের অতীত স্মৃতি।
আশার বুক ভাসে নয়নের জলে
দয়া মায়া কিছু নেই মানবকোলে।
হতাশার মাঠে দেখি স্বার্থের খেলা
বিরহের স্রোতে ভাসে সুখের ভেলা।
শাসন আর শোষণে নেই কোন মমতা
বিবেকের পঁচনে শঙ্কিত জনতা।