কিসের আশায় কিসের নেশায় ভাঙ্গলে ছোট্ট ঘর
কেঁড়ে নিয়ে সকল কিছু করলে মোর পর?
ভাবের হাটের লেনাদেনায় কেনাবেচা করে
মধুর স্বপ্ন এঁকে ছিলে রাখবে বুকে ধরে।
প্রতিশ্রুতির শতবাণী আর সোহাগের মায়া
কোথায় গেলো হারিয়ে তা পাইনা খুঁজে ছায়া।
মনের সাথে মনমিতালী ঘাটে-মাঠে করে
আদর সোহাগ দিতে কত তুমি চুপিসারে।
সদ্য ফোটা বকুল ফুলের নিতুই মালা গেঁথে
পরিয়ে দিতে খুশিমনে জড়িয়ে ধরে প্রাতে।
প্রতিঘন্টায় নানা ছলে করতে রোজই দেখা
তুমি বিনা আজকে কেন বলো আমি একা?
আশার ঘরে বাসা বেঁধে বেয়ে সুখের নাও
কিসের মোহে অতীত ভুলে অন্যের পানে চাও?
মুখে মধু অন্তরে বিষ আর ছলনার মায়া
ভুল করেছি আমি অধম দেখে তোমার কায়া।
টাকা কড়ির প্রতি যে গো তোমার বড্ড লোভ
জেনে শুনে আমায় কেন ভালোবাসলে খুব?
তোমার কাছে আজকে আমি চাইনা কোনকিছু
দোয়া করি, আমায় ভুলে তুমি হও খুব উঁচু।
চলার পথে হঠাৎ যদি কভূ দেখা হয়
আগের মতই খবর নিও ভুলে প্রাণের ভয়।
অশ্রুভরা দেখবে যখন আমার চোখে জল
অতীত মায়ায় কষ্ট তোমার লাগবে কিনা বল?
                    (০৩/০৬/২১ই্য)