ভূলের ক্ষেতে চাষ করে
আমি বারো মাস
আশার ফসল পাইনি তেমন
দেখি শুধু ঘাস।
হেলায় হেলায় গেলো বেলা
রঙ তামাশা করে
আর কি পাবো সময় খুঁজে
তুলতে ফসল ঘরে?
সরল পথের দিশা আমি
পাইনি খুঁজে ভবে
প্রভূর দয়া ছাড়া মোর
সাঙ্গ জীবন হবে।
শেষ ভরসা প্রভূ মোর
অন্য কেহ নয়
ভাঙ্গা তরী ছাড়লাম আমি
ভুলে সকল ভয়।
খুশির স্রোতে ভেসে ভেসে
খুঁজে নেবো তীর
দয়া যদি করে প্রভু
পাবো সুখের নীড়।
  (২৭/০৪/২০ইং,রাত-০৯:৫১)