তোমায় ভালোবাসিনী বলে
খুব কি করেছি ভুল
মুখের হাসি ফিরিয়ে নিলে
দিলে নাকো সেই ফুল?
আমার গতিতে আমি স্থির
নই সুখ বিলাসী
তাই তোমার মোহে কভূ
আমি হইনি উদাসী।
তুমি অপরূপা তুমি চলমান
নও তুমি গতিহীন
তোমার মূল্য যে দিয়েছে
নয় সে জ্ঞানহীন।
তোমার প্রতি তাকাইনী বলে
হয়নি তোমার ক্ষতি
হিসেব কষে ভেবে দেখি
সত্যি তুমি জ্যোতি।
তোমার প্রেমে সত্যি যদি
আমি হতাম অন্ধ
নষ্ট এসে কষ্ট নিয়ে
বলতো নাকো মন্দ।
  (১৪/০৬/২১ইং)