আমি যদি চলে যাই
জীবনের তরে
হাসি মুখে ক্ষমা করো
সকলে মোরে।
বুক ভরা আশা নিয়ে
চেয়েছিলে যত
সব কিছু পারিনী দিতে
চাহিদা মত।
ভাগ্যের নিষ্ঠুর পরিহাস খেলা
আমারই বেলা
খুশি হয়ে যত পারো
করিও হেলা।
ক্ষোভ নেই কারো প্রতি
শেষ বেলাতে
আমি সব ভুলে গেছি
এই জগতে।
সুখে থেকো সুখি হও
করি কামনা
ভুল করে কেউ আর
পিছু ডেকোনা।