প্রাণের মানুষ মনের মাঝে
কি যে খেলা করে
দু'টি আঁখি মেলে শুধু
প্রেমিক দেখে তারে।
সঙ্গোপনে গোপন ভাষায়
চলে লেনাদেনা
দেখে না কেউ দূর থেকে
কি হয় বেচাকেনা।
লাজ শরম শাসন বারণ
সকল কিছু ভুলে
ভয় ভীতি দূরে রেখে
হেসে বসে কোলে।
ভাবের ঘাটের রসিক যারা
প্রেমের মর্ম বুঝে তারা
দুঃখ শোকের  ভয় করেনা
প্রেমকে ভালোবাসে যারা।
প্রেমে শক্তি প্রেমে ভক্তি
ঐ পথেই মিলে মুক্তি
প্রেমের তরে সকল সৃষ্টি
ঐ দিকে দাও শুভ দৃষ্টি।