ইচ্ছে করে পাখির মতো
ডানা মেলে উড়তে
খোদার সেরা সৃষ্টি কর্ম
দৃষ্টি খোলে দেখতে।
ইচ্ছে করে আকাশ জুড়ে
মেঘ হয়ে ঘুরতে
ধরার বুকে তপ্ত মাঠে
বৃষ্টি হয়ে ঝরতে।
ইচ্ছে করে ঝর্ণা হয়ে
সাগর জলে মিশতে
ঊর্মির সাথে খুশি মনে
জল তরঙ্গে দোলতে।
ইচ্ছে করে ভোমর হয়ে
ফুলে ফুলে বসতে
পরাগ রেণু চুমে চুমে
খাঁটি মধু চুষতে।
ইচ্ছে করে চাঁদের আলো
আপন গায়ে মাখতে
আঁধার রাতে পথের ধারে
আলো হয়ে জ্বলতে।
ইচ্ছে করে ভবের হাটে
ফুলের মতো ফোটতে
সুবাস নিতে সবাই যেন
ছুটে আসে ছুঁইতে।
    ৩০/০৫/২০ইং,রা:১২:২৭)