মৃত্যুর মিছিলে যোগ হলে আমি
না কেঁদে জগতে খুশি হইও তুমি।
এই লিখা হয় যদি শেষ লিখা মোর
বিরহকে খোঁজে খোঁজে ফেলে দিও দূর।
কথা আর কাজে যদি করে থাকি ভুল
মমতায় ভেবে নিও তারে তুমি ফুল।
দেখা আর কথা যদি নাহি হয় ভবে
ছোট ছোট গুণ মোর রেখে দিও তবে।
কিছু কথা কিছু স্মৃতি যদি মনে পড়ে
গোপনে তা ধরে রেখো আগামীর তরে।
            (১৯/০৪/২০ইং)