আমজনতার ন্যায্য দাবী যুগে যুগে হয় সফল
ন্যায়ের পথে প্রাণের দাবী হয়না কভূ তা বিফল।
বুলেট বোমায় যায়না রুখা জাগলে দেশের জনগণ
রণবীরের কর্মপন্থায় হয়না জয়ের সাধ পূরণ।
জোর করে যারে কভূ যায়না বশে আনা
প্রেম সোহাগে জয় করা যায় তারে ষোলআনা।
অহংকার ও অতিশাসন মনের মাঝে জং ধরে
হিংসা গর্বে আশার কলি অনাদরে যায় ঝরে।
জ্ঞাণী গুণী শাসক হলে প্রজার মনে সুখ থাকে
অলক্ষ্মীরা রাজ্য ছেড়ে পালিয়ে যায় খুব দুখে।
ভাগ্যদেবী শান্তি নিয়ে সবার ঘরে যায় ফিরে
দুঃখ ব্যথা আর লাঞ্ছনা ভুলে হাসে প্রাণভরে।