আমি যা হারিয়েছি শোনবে কি তুমি তা
যদি বলি সে কথা বলোনা তা অযথা।
সোনা নয় রূপা নয় টাকা কড়ি কিছু নয়
অদৃশ্যে সদা রয় লোকে তবু খাঁটি কয়।
যদি বলি সে কথা শোনবে কি তুমি তা
লেনাদেনা সবই হয় চুপিসারে রোজই তা।
ওজনে তা পরিমাপ করা যায়না কভূ
লোকে চায় বারে বারে কাছে পেতে তবু।
চেনা যায় জানা যায় আচরণে বুঝা যায়
সুখ দুখ ঢের বেশি ভরে সেথা রাখা যায়।
চোখে চোখে কথা হয় নির্জনে গোপনে
না পেয়ে কেহ কাঁদে বিরহের ঐ দহনে।
যার কাছে হারিয়েছি আমি যদি বলি তা
খুশি হয়ে ফিরিয়ে কি সে কখনও দিবে তা?
হাসিমুখে কাছো এসো কানে কানে কই
মন আমি হারিয়েছি তোমাতে গো সই।
                 (১১/৭/২১ইং)