হে বসন্ত পথিক,
আমাকে নিয়ে যাও তোমার সাথ
কুমারী বাংলার অপরূপ মাঠে ঘাটে
দখিনা সমীরন গায়ে মেখে খোকা খুকী যেথায় ঘুরে
দুষ্ট বালিকা যেথায় ঘুরে হেসে নদীর তটে।
রক্তজবা শিমুল পলাশ যেথায় ফুটে বনে
আমায় নিয়ে যাও তুমি অতি আপন মনে।
হে বসন্ত পথিক,
বাতাবি লেবু আমের মুকুল সুবাস ছড়ায় যেথায়
বন্ধু ভেবে সাথে নিও নাচতে সুখে সেথায়।
অভিমান করে আমারে ছাড়িয়া যেওনা তুমি একা
দু'জন মিলে খুশির রেখায় খুঁজো আলোর রেখা।
হে বসন্ত পথিক,
মাধুবী লতা জ্যোৎস্না রাতে যেথায় ছড়ায় ঘ্রাণ
সেথায় যেতে ইচ্ছে করে আমার উদাস প্রাণ।
দখিনা সমীরন বহে যেথায় মনোপ্রাণ হয় শীতল
সেই দেশে যেতে আমার  মন অধীর আকুল
বেদনা ভুলে হর্ষে খাবো সেই আনন্দে দোল।
হে বসন্ত পথিক,
আমায় যদি নাও সাথে নবআনন্দে সাজাবো বাগান
মলিন মুখে হাসি ফুটাবো গেয়ে খুশির গান।
প্রেম অনুরাগ বিলিয়ে দেবো নিতুই জনে জনে
বিনাশ করবো সকল জঞ্জাল মন মিলনের বন্ধনে
সুখের রথে চড়বো আমি প্রণয়ের ঐ স্পন্দনে।
                     (১৪/০২/২১ইং)