আমায় যদি খোঁজতে যাও
আঁকা বাঁকা পথে
লাভ হবেনা কোন কিছু
তোমার কিন্তু তাতে।
যেই শহরে দিন রজনী
মানুষ ব্যস্ত থাকে
সেথায় খোঁজে পাবে নাকো
মনে চায় যাকে।
সরু গলির অন্ধ পথে
পাবে নাকো তারে
হয়তো দেখা মিলতে পারে
সরল পথের ধারে।
ভবের হাটে যেথায় বসে
মন মিলনের মেলা
সেথায় গিয়ে একটু দেখ
তার কি শোকের খেলা।
নেই ভাবনা মনের মাঝে
কোন কিছু আর
অশ্রু জলে সাঁতার কেটে
সময় করে পার।
  (২৭.০৬.২০ইং,বিঃ৪:৫০)