সবুজ শ্যামল এই দেশের কোমল ঘাসের বুক
লাখো শহীদের রক্ত কণা হাসে নিতুই সুখে।
নদীর বাুঁকে পাখির পালকে ঐ শোকের চিহ্ন
রূপ বদলের নেই আলামত হয়নি আজো ভিন্ন।
রঙধনুর রঙ্গের মেলায় ঐ সেনাদের মুখ দেখি
যাঁদের প্রেমে আজো মোরা সবাই মিলে খুব সুখি।
নদীর স্রোত ঝর্ণা ধারায নিতুই শুনি তাদের গান
যাঁদের ত্যাগের বিনিময়ে বাংলা পেলো ফিরে মান।