একই ট্রেনের যাত্রী হয়ে
যখন ছিলে পাশে
সুখে কাটতো দিন রজনী
প্রণয় স্রোতে ভেসে।
দিন বদলের সাথে যেদিন
তুমি বদলে গেলে
ব্যথার ঢেউয়ে সকল স্মৃতি
আঘাত হানে দিলে।
মিলনের কোন আশা
নেই মোর মনে
তুমি থাকো খুশি মনে
আমি ঘুরি বনে।
দুই ট্রেনের যাত্রী হয়ে
নিতুই মোদের চলা
এই জীবনে আর হবেনা
প্রণয় সুখে খেলা।
আশার বুকে ব্যথার বাসা
জলে ভাসে বুক
হিংসা হয়না তোমার সুখে
দাওনা যতই দুখ।