অবুঝ মনের নিস্তব্ধ ভাষা
কেউ আজ বুঝেনা
বাকরুদ্রতার কি যে যন্ত্রনা
কেউ জানতে চায়না।
নিষ্ঠুর কষাঘাতে জর্জরিত মন
বেদনায় আজ পাথর
প্রেমহীন মানবতায় অশ্রু শোকে
বঞ্চিতরা বিরহে কাতর।
স্বার্থের ফ্রেমে বিবেকের মহাবাণী
কঠিণ আস্তরণে বাঁধা
সোনাফলা ভূমি কুজনের দখলে
মানবের বুকে গাঁধা।
যোগ্য আসন লুটিয়ে কাঁদে
অযোগ্যের ভার সয়ে
শক্ত হাতে শিকল বাঁধা
হিংসার আগুন গায়ে।
জলের ঘর্ষনে জলে যদি
লেগে যায় আগুন
তেলে বেগুনে মানুষ পুড়ে
ভূলে হয় শত খুন।