এখন সময় বাসযোগ্য পৃথিবী গড়তে
ঐক্যের প্রয়াস
কর্ম ললাটে মুক্তির চুম্বনে প্রণয় ঘামে
গড়তে হবে সু্প্ত নিবাস।
সাগরের উত্তাল জলরাশির ঢেউ দেখে
নিজেকে ঘুটিয়ে নিলে চলবেনা
অসীম সাহস নিয়ে ভয়কে জয় করে
তরী বেয়ে তীর খোঁজে নিতে হবে,
মনোবল হারাবেনা।
হৃদয়ের লেলিহান প্রণয় শিখা জ্বালিয়ে দাও
জনপদের প্রতিঘরে প্রতিরাতে
নিয়ম নীতির শৃঙ্খলে সভ্যতা বিনির্মাণে
মুখভরা হাসি থাকুক বঞ্চিত ঠোঁটেতে।
পালিয়ে যাক বিবেকহীন দানব ঘন অরণ্যে
শান্তির মিছিল করুক জনপদে মানবে
বিবেক জাগুক ধরার বুকে সেই মানুষের
বন্ধকী কণ্ঠ প্রথা যারা দামাবে।
পিশাচের কল্পনায় যে স্বপন গোপনে আঁকা
সত্যের ঝাণ্ডা উড়িয়ে মমতায় করবো ফাঁকা।
সেই রাজটিকা পরাবো তাকে গুণী যে মহাজ্ঞানে
শুরুতেই যে কাজের পরিণাম জানে।
                       (২৩/০১/২১ইং)