লাঞ্ছনাতে শান্তনা পাই
ধরার বুকে যতো
মানব মনে আশার ফসল
পাইনি খোঁজে ততো।
খরা বয়ে মনের ফসল
পুড়ে হলো ছাই
অপেক্ষাতে আর কতকাল
থাকবো বসে ভাই?
আঁধার নেমে জ্যোৎস্নার আলো
যখন গেলো ঢেকে
কাছের মানুষ দূর থেকে
দৃষ্টি মেলে দেখে।
সোনার ফসল যখন গেলো
অথৈ জলে ভেসে
স্বার্থবাদী মানুষ তখন
খুশি মনে হাসে।
পরের সু্খে হাসি আমি
নিজের জন্য নয়
আলোর পথে জাগলে মানুষ
আমার হবে জয়।