সাঁঝের বেলা কলসি কাঁখে
যখন যাও ঘাটে
পুকুর পাড়ে আগের মত
কেউ কি দেখ্ হাঁটে?
কলসি ভরা জল নিয়ে
যখন যাও হেঁটে
তোমার পিছে আগের মত
কেউ কি আসে ছুটে?
ঘরের কোণে কলসি যখন
নামিয়ে তুমি রাখ
তোমার পাশে আগের মত
সেই মানুষ কি দেখ?
চোখের কাছে পাওনি যখন
মনের মানুষ খোঁজে
ব্যথার স্রোতে ঢেউ কি জাগে
শূন্য হিয়ার মাঝে?
চলতে ফিরতে চোখের তারায়
সেই ছবি কি ভাসে
যার অনুরাগ হৃদয় মাঝে
তোমার আছে মিশে?
চোখের আড়াল হলেও যে
মনের মাঝে রয়
তারে ভুলে যেতে তোমার
খুব কি কষ্ট হয়?
            (০৭.১১.২০ইং)