দৃষ্টি আমার আলোর পথে
অন্য পথে নয়
আমার সাথে চলতে এসো
নাহি করে ভয়।
চলার পথে আপন স্বার্থে
না কাটিয়ে বেলা
পরের তরে দিন রজনী
ভাসাই সুখের ভেলা।
মিষ্টি কথায় মলিন মুখে
সদা ফোটাই হাসি
আঁধার জয়ের স্বপ্ন দেখাই
একটু পাশে বসি।
যখন দেখি আশার কলি
অযত্নে রয় পরে
দুঃখ ব্যথায় তাদের তরে
চোখে অশ্রু ঝরে।
বিরহ ব্যথায় কারো মন
পুড়ে হলে ছাই
প্রেমের জল সেথায় ঢেলে
নতুন ফুল ফোটাই।
এমন করেই ভবের হাটে
সময় চলে যায়
হিংসায় মরে নিন্দুকের দল
কি করবো হায়!