গড় ভগ্নাংশ কিংবা অনুপাতে
খুঁজবোনা আর বন্ধু তোমায়
সেথায় দিনে রাতে।
মেট্রিক পদ্ধতি ক্ষেত্রফল সমীকরণ যতো
তোমার মনের মতো এরা
নয়তো কঠিণ এতো।
মন মননে ঐক্য করে
ঐকিক ধারা মেনে
শতকরা'য় হিসেব কষে
নিলে সব গুণে।
লভ্যাংশের সূত্র ধরে
নিলে যখন সুদ
আমি ভাবলাম তুমি বুঝি
হয়ে গেছো বুঁদ।
জটিল কঠিণ সমীকরণ
আমার কাছে বোঝা
তোমার মতো হিটলার যারা
তাদের কাছে সোজা।
যোগ বিয়োগ গুণ ভাগ
আছে কিছু রেখা
সরল পথে নিত্য আমি
পাই তাদের দেখা।
বক্র পথে হেসে হেসে
সদাই চলে তুমি
সরল মনা এই মানুষের
নষ্ট করলে ভূমি।
    (০৮/০৫/২০ইং,দুঃ২:৫৮মি)