মনে মনে মিল হলে
চোখে হয় কথা
দূর থেকে বুঝা যায়
কার কত ব্যথা।
ভুলে যায় সব কিছু
তার কথা ভেবে
কাছে চায় বারে বারে
যারে ভাবে ভবে।
পায় যদি কাছে কভূ
ভূলে যায় দুখ
সে যেন তার কাছে
অতি খাঁটি সুখ।
টাকা কড়ি বাড়ি গাড়ি
সব কিছু ভূলে
টেনে নিতে চায তারে
বারে বারে কোলে।
প্রেমে নেই জাতী ভেদ
নীতি কোন কিছু
এক নীতি আছে শুধু
নিবে তার পিছু।
হাসি মুখে মনে যারে
দিবে শুধু ঠাঁই
ক্ষণে ক্ষণে বলে যাবে
শুধু তারে চাই।
সব দেশে এই প্রথা
স্মৃতি হযে রয়
প্রেম তাই যুগে যুগে
কানে কথা কয়।
    (১১/৬/২১ইং)