স্মৃতির ঘরে সন্ধ্যা প্রদীপ
দেয়না জ্বেলে কেউ
নিকষ কালো আঁধার নেমে
সেথায় খেলে ঢেউ।
কোমল কোমল দুঃখ ব্যথা
জড়ো করে সব
পাষাণ সুতোয় মনটা বেঁধে
নিজে হই নীরব।
গ্রিল ধরে বিষণ্ণ সব
দাঁড়িয়ে থেকে রোজ
মাঝে মাঝে হেসে তারা
নেয় গো আমার খোঁজ।
নিশ্চুপ বুকে ভাঙ্গনের গান
করুণ সুরে বাজে
তবু আমি ব্যস্ত থাকি
অশ্রু মুছার কাজে।
আশার বাতি নাইবা জ্বলুক
সেই ঘরে আর
তবু আমি লিজ দেবোনা
শূন্য ভিটা আর।
(৩০/০৪/২০ইং,সঃসঃ৭:২৫)