প্রণয়ের রঙমহলে মিথ্যার কারুকাজ
আব্রু উন্মুক্ত খেলার মাঠ
চোখ জুড়ে বাসনার আহ্বান
লালসার খোরাক জুটানোর মন্ত্রপাঠ।
বিপন্নের পথে সভ্যতার পদচিহ্ন
ধর্ষনে কলঙ্কিত যুগের সমাজ
তিলোত্তমা হৃদয় জুড়ে অস্থির ৎ
বেহাপনার শত রঙের কাজ।
শোষণ বঞ্জনার অভিনব পদযাত্রা
কুজনের নিত্য নতুন আবিস্কার
লাঞ্ছিত বঞ্চিতরা নীরবে কাঁদে
হারিয়ে তার প্রাপ্য অধিকার।
বিশ্বাস ও আস্থার সমস্ত পথ
সবই যেন মরন ফাঁদ
সকলি খায় ওরা লুটেপুটে
তবু মিটেনা মনের সাধ।
স্বভাবে অভাব ত্রাহি ত্রাহি ভাব
ক্ষুধার্তের চোখে ঝরে জল
অশান্তির হাওয়ায় ঝরে পরে
প্রজন্মের মিষ্টির আশা ফল।
নিরশ প্রেমে বিরান ভূমি
বৈশাখীর তপ্ত কড়া রোদে
ভ্রান্ত পথিক অন্ধ মোহে
তবু খোঁজে স্বার্থ অবাধে।
     (২৮/০২/২১ইং)