রসাতলে মানব সমাজ দিন বদলের তালে
হিংসার আগুন মনে মনে তেল বিহনে জ্বলে।
পশুর কর্ম যেই সমাজে যায় গো মানুষ করে
তপ্ত হাওয়ায় মানব জমিন রয় গো পতিত পরে।
গুরু যখন বাতিঘরে মার খায় শিষ্যের হাতে
তখন কি আর অন্ধকারে বাত্তি জ্বলে রাতে?
এমন করেই দিন রজনী চলছে হাওয়ার তালে
মান-হীনতায় কুকর্মকে লইছে চুমে কোলে।
দুর্নীতির মহামারী সারাজাহান জুড়ে
সভ্য মানুষ কষ্ট শোকে মরছে ঘরে পরে।
সুযোগ পেলেই কুজন লোকে দেয় গো পাছায় বাঁশ
লজ্জ্বা লাগে এই সমাজে করতে আমার বাস।