কোথায় যে আজ হারিয়ে গেলো স্বপ্ন সুখের হাসি
দু'চোখ বেয়ে অশ্রু ঝরে নিতুই রাশি রাশি।
স্বপ্নগুলো এলোমেলো সরল পথ আজ বাঁকা
মিছে মায়ায় স্বপ্ন ভেঙ্গে দিলে শুধু ধোঁকা।
কল্পনাতে দিন কেটে যায় ঘুম আসেনা রাতে
সুখের নিদ্রায় এখন তুমি রাত কাটাও কার সাথে?
আগের মতো জ্যোৎস্নার আলো গায় মাখিনা আর
অন্ধকারে মন ভরে যায় খুশিতে আমার।
ভাবের হাটের রঙ্গের মেলায় চুপিচুপি ঘুরে
নিরাশপ্রাণে ফিরি যখন তোমায় মনে পড়ে।
অবুঝ প্রাণে বায়না ধরে থাকতে অতীত ধ্যানে
তুমি ভুলে গেলেও আজ আমি রাখি মনে।
   (২৮.০৮২০ইং,রাঃ১০:২০)