ভালোবাসার রঙমহলে কতনা প্রহর কেটেছে নীরবে
সে হিসেব কষে কেউ কি দেখেছে ভেবে?
দু'জনার পানে একে অপরের মুখোমুখি চেয়ে
লাঞ্ছনা শঙ্কা ভয় ভুলেছি শুধু তোমার হতে যেয়ে।
কল্পনার কত জাল বুনেছি গোপন মনের মাঠে
ভাবিনী আমার শ্রম কখনো যাবে অনাদরে লাটে।
গল্প গান কবিতা পাঠে কতনা সময় গেছে বয়ে
কত নিশী অঘুমে ভোর হয়েছে মশার কামড় খেয়ে।
নোংরা জলে তবু কাটিনী সাঁতার গোপনে দু'জন মিলে
কর্ম পন্থা একই ছিলো মন দুটির এক দিলে।
অতীত গল্প সকল ব্যর্থ সুপাঠ্য ছলনার বই
বিরহের গল্প বেদনার কালিতে লিখেছে সবই।
আশার কলি গেছে ঝরে মরুভূমি আছে পরে
কেউ রাখেনী মনে যারে আমি রাখি মনে তারে।
            (২৩.১০.২০ইং)