ওরা মানুষ এই সমাজের পরিচিত মুখ
দুঃখ কষ্টে জীবন কাটায় মনে রেখে দুখ।
ছোট বেলায় হাতেখড়ি সুঁই সুতার সাথে
জুতা সেলাই জুতা তৈরি করে দিনে রাতে।
ছোট ছোট ভাঙ্গাচুরা ওদের থাকার ঘর
ঝড় বৃষ্টিতে ভিজে ওরা থাকে জীবনভর।
বাপ দাদার আদি পেশা রাখছে ওরা ধরে
জীবন যুদ্ধে যদি ও তাদের চোখে অশ্রু ঝরে।
আলাদিনের চেরাগ ওরা চায়না কাছে পেতে
প্রতারণা জাল ফেলেনা ভুলেও কোন পথে।
আঁধারেতে বন্দি ওরা পায়না আলোর পথ
বড় গলায় কথা বলার নেইকো হিম্মৎ।
বাঁকা চোখে এই সমাজ দেখে যার মুখ
যাদের চোখে নিচু ওরা তারা দেয়না সুখ।
সহজ সরল মানুষ ওরা এই সমাজের লোক
আলোর রেখায় দেখবো কবে তাদের হাসি মুখ?
   (২২.০৭.২০ইং,রাঃ১১:৫০)