এলোমেলো করে দে মা
লুটেফুটে খাই
এমন সুযোগ আরো যেন
খোঁজে গো মা পাই।
গরীব দুখী যাকনা মরে
না খেয়ে আজ সবে
আমি যদি থাকি বেঁচে
গাড়ি-বাড়ি হবে।
গন্ডমূর্খ হলেও মাগো
আমি যে আজ নেতা
একটা সময় আমার ছিলো
ছেঁড়া একখান কাঁথা।
এখন আমার সব হয়েছে
অবৈধ কাজ করে
জাত স্বভাবটা বলো মাগো
ছাড়ি কেমন করে?
মনুষ্যত্ব নেইকো মনে
পশুর মতো কাজ
জুতার মালা গলায় দিলেও
পাইনা ভবে লাজ।
       (১৫/০৪/২০ইং)