শীতল হাওয়ার ভেলায় চড়ে শীতের বুড়ি এলো
তপ্ত হাওয়া লজ্জ্বা পেয়ে আড়াল হয়ে গেলো।
সারাদেশে কাঁপছে মানুষ তীব্র শীতের বানে
গরিব দুখি কষ্ট শোকে তাকায় ধনীর পানে।
গৃহহারা বস্রহীন এই সমাজে যারা
শীতে যে কি জ্বালা বাড়ায় বুঝেন শুধু তারা।
পথের ধারে বুড়া বুড়ি ছোট্ট শিশু কত
হাড় কাঁপানো শীতে ওরা কাঁপছে অভিরত।
সমাজপতি ধনীর দুলাল গুণীমানী যারা
মানব সেবায় নিঃস্বজনের পাশে দিও সারা।
রক্ত মাংসে ওরাও মানুষ এক বিধাতার গড়া
হিংসা ভুলে নিধানকালে সবাই মিলে দাঁড়া।
তোদের দয়ায় নিঃস্বের মুখে যদি হাসি পায়
খুশির বন্যায় সভ্যতার ফুল ফোটবে এ ধরায়।