কাছের মানুষ কাছে এসে হারিয়ে গেলো দূরে
আচমকা ঝড় হৃদয় মাঝে অশ্রু চোখে ঝরে।
এক পলকের একটু দেখা হঠাৎ পথের মাঝে
কেন জানি গিয়েছিলাম সে পথে কি কাজে?
লজ্জা ছিলো চোখে মুখে নীরব ছিলো ভাষা
অনুভবে জাগলোনা সেই কথা বলার আশা।
আড়নয়নে দেখলো শুধু আঁচলে মুখ ঢেকে
বাকশক্তি হারিয়ে গেলো আমার রূপ দেখে।
মন মননে অতীত স্মৃতি উঠলো হঠাৎ জেগে
বারণ করলো ভাগ্যদেবী আমায় বিষম রাগে।
বিবেক বুদ্ধি আজো আছে সভ্য লোকের মত
হিংস্র প্রাণির কর্ম করে চাইনী হতে গর্বিত।
সহজ সরল হৃদয় বলে কষ্ট ব্যথা সব জুটে
পাষাণ যারা তোমার মত হাসি থাকে ঐ ঠোঁটে।
তা না হলে তোমায় যখন পেয়েছিলাম খুব কাছে
শক্ত হাতে ধরলে গলায় থাকতে তুমি আজ পিছে।
আমি মানুষ আছে হুশ তাই করিনা কোন দোষ
এসো ফিরে কভূ যদি হৃদয় তোর জাগে হুশ।
লাবণ্যতা হারিয়ে যেই ফিরে পাবে মলিন বেশ
দেখবে চেয়ে এই জীবনের মিছে মায়া সবই শেষ।
ভাববে তখন নীরব প্রাণে কত কিছু করছো ভুল
পারবে নাকো দিতে তুমি চোখের জলে সেই মাশুল।
                     (০৬/০৪/২১ইং)