আঁকা বাঁকা পথের ধারে
যে বাড়িটি বায়
চলার পথে চেয়ে দেখো
মনটা যদি চায়।
বড় বড় গাছের সারি
নেইকো সেথায় আজ
শূন্য আমার বসত ভিটা
নেইকো আগের সাজ।
নিকষ কালো আঁধার নেমে
হেসে করে খেলা
আপন মনে সেথায় বসে
আমি কাটাই বেলা।
কান্নারা সব বিলাপ করে
রাত্রি গভীর হলে
আমি জেগে অতীত খুঁজি
বেদনার ওই ঢলে।
ময়লা জমে ভরে গেছে
সুন্দর পথের ধার
কষ্ট আমার চলার সাথী
দেয়না তারা ছাড়।
সেই বাড়ির অতীত স্মৃতি
যদি মনে পড়ে
আগুন লেগে হঠাৎ তোমার
হৃদয় যাবে পুড়ে।
(১৩/০৫/২০ইং,রা:১১:৫৬)