হৃদয় মাঝে যেই উঠে শব্দ ছন্দ জেগে
প্রেম তরঙ্গ ছড়িয়ে দিয়ে লিখি অনুরাগে।
গোপন তথ্যের সত্য দুয়ার চুপিচুপি খোলে
এই পৃথিবীর মুক্ত মঞ্চে কিছু ধরি তুলে।
কষ্ট ব্যথার যত কথা সব যাবেনা বলা
রঙমহলে সুখি যারা যতই করুক হেলা।
অন্তরঙ্গ সুখের জিনিস পায়না সবাই খুঁজে
অতৃপ্তমন তবু তারে রাখে স্মৃতির ভাঁজে।
কষ্ট ব্যথা যার ললাটে অদৃশ্যে হয় লিখা
চলার পথে সে কভূ আর পায়না সুখের দেখা।
দুঃখ সুখের মায়া জালে মানব জীবন বাধা
আশা দিয়ে বৃন্দাবনে হারিয়ে গেলো রাঁধা।
এই জীবনে আর হবেনা ঐ মানুষের দেখা
স্মৃতির খাতায় রইবে শুধু তার ছবিটা আঁকা।
            (২৭.১০.২০ইং)