ক্ষণিকের জীবনে নেই বেশি আশা
আছে যা তাই নিয়ে বাঁধি নিজ বাসা।
হাসি মুখে বেদনাকে আড়ালে রেখে
অনুরাগে ডানা মেলি সকলের সুখে।
বিষাদের যাতনায় দুখি কেউ হলে
পুষ্পের মালা গেঁথে দেই তার গলে।
হিংসার অনলে যার মন জ্বলে
তার মনে সোহাগের তেল দেই ঢেলে।
সৃষ্টিকে ভালোবাসি বিরহকে নয়
সত্যের পথে চলি নাহি করে ভয়।
সময়ের চাকা মোর এভাবেই ঘুরছে
জীবনের আয়ূগুলো ক্ষণে ক্ষণে কমছে।