গুণে মানে যে মানব ছিলো সবার সেরা
দৃষ্টি মেলে আমি দেখি তারাই বিবেকহারা।
কথার সাথে পাইনা মিল অনেক লোকের কাছে
অন্ধকারে পা বাড়িয়ে করছে জীবন মিছে।
আপন স্বার্থে ছুটছে মানুষ ভালো মন্দ ভুলে
অন্ধগলির পথের ধারে সুখ খোঁজে নেয় কোলে।
ভদ্রতার মুখোশ পরে বাহাবা কুড়ায় দিনে
পরের ক্ষতির চিন্তা করে থাকে গভীর ধ্যানে।
এই সমাজে তারা যখন যোগ্য আসন পায়
সভ্যমানুষ মনের দুখে আড়ালে মুখ লুকায়।
আশার কলি যখন দেখি যাচ্ছে ঝরে পরে
দু'চোখ বেয়ে অশ্রু তখন গড়িয়ে নীচে পরে।
সকল মানুষ যেদিন পাবে খোঁজে সুখের নীড়
অশান্তমন হবে সেদিন ভবের হাটে স্থির।