রমজানের ত্রুটিগুলো ক্ষমা করে সব
শান্তি সুখের রাস্তা দেখাও ওহে প্রাণের রব।
তোমার ধ্যানে সদাই যেন ব্যস্ত থাকে মন
করুণা সুধায় সুখে রেখো আমায় সারাক্ষণ।
ক্ষমাশীলদের তালিকাতে নামটি মোর লিখে
ভুলের পথে না যাই যেন রেখো একটু দেখে।
তোমার প্রেমে ধন্য যদি হই গো প্রভূ আমি
রহমান নামের স্বার্থকতায় খুশি হবে তুমি।
ক্ষমা করাই তোমার নীতি ওহে দয়াবান
রিক্ততায় নয় পূণ্যবানে বাড়াইও সম্মান।
তোমার দয়ায় আমার জীবন ধন্য যেন হয়
সেই পথে রেখো মোরে ওহে দয়াময়।