যুগে যুগে ধরাধামে সত্যের সদা জয়
মিথ্যের পথে যেতে তাই করো ভয়।
হিংসায় মন পুড়ে হয়ে যায় ছাই
ইতিহাস কানে কানে বলে মোরে তাই।
ধ্বংসের পথে যার মন চলে সদা
তার প্রতি রুষ্ট থাকে মোর খোদা।
প্রেম প্রীতি যার মনে থাকে সদা বেশি
তার প্রতি সকলেই ভবে হয় খুশি।
পরধনের মোহে যে খোঁজে নিজ সুখ
দিনে দিনে বেড়ে যায় তার মনে দুখ।
শ্রমকে ভালোবেসে যে গো করে কাজ
সুখ এসে হাসিমুখে তাড়িয়ে দেয় লাজ।
নিষ্ঠা সাধনায় নীরবে যার চলে মন
লক্ষ্মী দেবী তারে গোলাভরে দেয় ধন।
মোহ মায়া ছলনা মন থেকে ভুলে
মমতার মালা গেঁথে দিও গলে গলে।
মন্দকে ভুলে যারা সত্যে খোঁজে পথ
গুণে মানে জগতে তার বাড়ে হিম্মত।
  (২২/০৫/২০ইং,রাঃ১১:৪৫)