অল্প জলে চুনোপুঁটি ধরছো সুখে বেশ
গভীর জলে রাঘববোয়াল হেসে নাড়ে কেশ।
মাথা রেখে কান টানিলে লাভ হবেনা কিছু
বৃথা যাবে শ্রম সাধনা মাথা হবে নিচু।
হাসিমুখে সকল কিছু যায়না দমন করা
কঠোর হস্তে দুষ্ট লোকের হাতে পরাও কড়া।
ডান্ডা মেরে ঠান্ডা করো বুকে রেখে বল
মিষ্টি কথায় কান দেবেনা ঐ হারামী দল।
আপন সুখে অন্ধ সেজে মন্দ যারা করে
তাড়িয়ে তাদের রাখতে হবে সমাজ থেকে দূরে।
পঁচন ধরে বিবেক যাদের নষ্ট হয়ে গেছে
সৎ উপদেশ ভালো কথা ভাবে তারা মিছে।
দশের কথা দেশের কথা ঠান্ডা মাথায় ভেবে
সৃষ্টি সুখের আনন্দে কর্ম করে যাবে।
            (২৩.০৯.২০ইং)