আশার প্রদীপ দেখি নিভু নিভু জ্বলে
বাতিঘর ডুবু ডুবু বিষাদের জলে।
গুণ মান নেই যেন ঐ বাতিঘরে
পশু রূপ নিয়ে আসে তাই কেহ ফিরে।
দক্ষ কারিগর খোঁজে পাওয়া মুশকিল
কে বানাবে লোহাকে ঘষে ঘষে খাঁটি স্টীল?
ব্যবসার মোহে পড়ে শত বিবেক অন্ধ
কে জ্বালাবে ভবে বাতি এই নিয়ে দ্বন্দ্ব?
পশু আর মানুষের এক কাজ হলে
রসাতলে ডুবে যাবে সকলেই মিলে।
এখনও সময় আছে হয়ে যাও হুশিয়ার
পশুকে মিলে বানাও মানুষের তাবেদার।
   (২৮.০৭.২০ইং,বিঃ৬:১০)