আপন ভেবে ফুলটা দিলাম
বন্ধু আজি তোমাকে
পারো যদি সময় করে
দেখে যেও আমাকে।
ফুলের কাঁটার লাগবে ছোঁয়া
আর করোনা এমন ভয়
ফুলের সুবাস নিতে হলে
কষ্ট খানিক সইতে হয়।
আজকে না হয় তোমার চোখে
আমি বিষম মন্দ
ক্ষমা করো অতীত ব্যথা
ভুলে দ্বিধা দ্বন্দ্ব।
আর হবেনা তোমার সাথে
কুঞ্জবনে সেই দেখা
শেষ উপহার ফুলটা দিলাম
অশ্রু দিয়ে আজ একা।
আসবে জানি শেষ বেলাতে
যখন আমি দেখবোনা
আঁচল দিয়ে মুছবে আঁখি
ভুলতে মনের বেদনা।
     (২৩/০১/২১ইং)