কালের স্রোতে হারিয়ে যায়
কিছু স্মৃতি দূরে
ভাটার টানে কিছু আসে
আবার ঘুরে ফিরে।
সুখের ভেলায় ভেসে কেহ
চোখের তারায় হাসে
তাড়িয়ে দিলেও যায়না দূরে
পাশে এসে বসে।
কেহ আসে দুঃখ নিয়ে
বিষাদ সিন্ধু তীরে
হাতছানি দেয় বারে বারে
কোলে লইতে তারে।
দুঃখ সুখের এই যে খেলা
ভবের মাঠে ঘাটে
কারো জীবন সুখে কাটে
যায় তা কারো টুটে।
এমন করে চলছে দেখি
সবার জীবনতরী
আমার তরী ডুবু ডুবু
জানিনা কি করি?
আঁকা বাঁকা মেঠোপথে
ঘুরে সারাবেলা
যার আশায় সাঙ্গবেলা
সেও করে আজ হেলা।