জীবন নদী শূন্য আমার
ব্যথার বালুচর
শীতল জলে বুক ভরে না
তপ্ত হাওয়ার ঝড়।
কালের স্রোতে হেলা করে
চলে গেলো বেলা
পিছন ফিরে তাকিয়ে দেখি
শূন্য আমার ভেলা।
সময় যখন ভালো ছিল
আমার ছিল সব
কষ্ট দেখে আপন মানুষ
সবাই আজ নীরব।
বেলা শেষে একলা বসে
ভাবি অতীত স্মৃতি
দুঃখ ভুলার তরে আমি
গাই গো শোকের গীতি।
অতীত ফিরে আর পাবোনা
হয়তো কোন দিন
কষ্ট আমার জীবন সাথী
দুঃখে কাটে দিন।