আশার বুকে নাইবা দিলে
বাঁধতে সুখের ঘর
পাষাণ হিয়ার পাশে দিও
একটু গড়তে বালুচর।
কোমল বুকের উষ্ণ ছোঁয়া
নাইবা দিলে মোরে
শীত বসন্তের কোকিল হয়ে
হাওয়ায় গেলে উড়ে।
চলার পথে নাইবা হলে
এই দুনিয়ার সাথী
কুড়িয়ে নেওয়া তোমার স্মৃতি
সব হয়েছে গীতি।
নাইবা দিলে প্রেম-প্রীতি
এই জগতে আর
জ্যোৎস্না রাতের শেষ আলোটা
দিও গো আবার।
যেই আলোতে তোমার মুখের
দেখেছিলাম হাসি
তোমায় নহে সেই হাসিকে
আজো ভালোবাসি।
      (২৬/০১/২১ইং)