সীমান্তের শেষ পর্যন্ত তোমাকে খোঁজবো
যদি কখনো তুমি হারিয়ে যাও অগোচরে
গাঁও গেরাম শহর বন্দর তোমাকে খোঁজবো
যেথায় মানুষ বসতি গড়ে অনুরাগের তরে।
সাগর নদীর মোহনায় তোমাকে খোঁজবো
চিত্ত সুখে আপন মনে যদি গড়ে তুল নীড়
মনের একান্ত অনুভবে তোমাকে খোঁজবো
যতদিন মনের খাঁচায় স্মৃতির থাকে ভীড়।
পাহাড় পর্বত গিরি শৃঙ্গ তোমাকে খোঁজবো
অভিমানে যাও যদি সেথায় নীরবে চলে
পূর্ণিমার আলোতে দূর দূরান্তে খোঁজবো
যতদিন এ বকু ভাসবে দু'চোখের জলে।
গ্রহ থেকে গ্রহান্তরে তোমাকে খোঁজবো
ভুল করে কভূ যদি হারিয়ে যাও মোরে
ভয়কে জয় করে দৃঢ় প্রত্যয়ে খোঁজবো
অসীম সাহসে পাতাল থেকে পাতালপুরে।
মর্ত্যের পৃথিবীতে যতদিন বেঁচে র'বো ভবে
মায়া মমতার চাদরে তোমাকে রাখবো ঢেকে
হারাতে দেবোনা দূরে যেতে দেবোনা কোনদিন
স্যাটেলাইট দিয়ে খুঁজে তোমায় রাখবো ধরে বুকে।
অনুরাগে থাকবো দু'জন মন মিলনের স্বর্গসম ঘরে
স্মতি রেখে চলে যাবো এই অবণী পরে
বলবে লোকে মোদের কথা যখন মোরা রইবো না
পরকালে হেসে খেলে পাইবো যখন চিত্ত সুখে সান্ত্বনা।
                      (২২/০২/২১ইং)