মুছে ফেলো মুছে ফেলো গ্লানিময় স্মৃতি।
খরা বনে ঢেলে দাও অনুরাগে প্রীতি।
চিত্ত সুখে সুকর্ম সদা রেখে মনে
বেদনাকে যেও ভুলে অতি  গোপনে।
হিংসা গর্বে জীবনে পতন আসে
সে পথে যেওনা কভূ সুখে হেসে।
সততার সুখ নহে ক্ষণিকের কারো
শান্তির তরে তাই এই পথ ধরো।
সৃষ্টি সুখে আলোর পথে গেয়ে সাম্যের গান
ধন্য করো ক্ষণিক জীবন এটাই আহ্বান।
মোহ মায়া সকল ছাড়ি সফলতার গেয়ে গান
মানুষ তুমি শ্রেষ্ঠপ্রাণি রেখো সে প্রমাণ।
স্মৃতির খাতায় কর্মই শুধু রবে চিরকাল
শপথ করো ভালো কর্মে কাটাবে নতুন সাল।
হিংসা বিবেদ সকল ভুলে প্রেমকে নিয়ে কোলে
ধরার বুকে শান্তি সুখে সবাই থেকো মিলে।