বোধেরা আজ হারিয়ে গেছে ধূ-ধু
বালুচরে
তপ্তরোদে যেথায় বালু অগ্নী হয়ে উড়ে।
বৃক্ষবিহীন নগ্নভূমি শীতল ছায়াহীন
সেথায় গিয়ে বোধেরা আজ সুখে বাজায় বীণ।
লোভের মোহে অন্ধ সাজে দৃষ্টি রেখে মনে
হাসির খুঁজে সভ্যরা আজ ঘুরে বনে বনে।
সৎ উপদেশ মধুরবাণী বই পুস্তকে লিখা
এসব পড়ে মানব মনে জ্বলেনা আর শিখা।
মন্দ কথা মন্দ কাজ সমাজ গেছে সয়ে
এই পরিবশ পেয়ে আমার জীবন গেছে ক্ষয়ে।
            (২৬.০৯.২০ইং)