যে জলে জ্যোৎস্নার আলো
হেসে করে খেলা
তারে খুঁজে বেড়াই আমি
একাকি বেলা অবেলা।
বেহায়া মন মানেনা বারণ
আজো খুঁজে সেইজন
তৃষিত প্রাণের শত নিবেদন
শর্তহীন চাই দর্শন।
মৃত্যু ভয় শঙ্কা নেই প্রাণে
লাঞ্ছনার জামা গায়ে
মিলনের সব বাঁধা পেরিয়ে
জয় আনবো ছিনিয়ে।
বিরহের মঞ্চে যাবোনা ফিরে
চেয়ে দেখ কে হাসে,
আঁকা বাঁকা পথ ধরে
ঐ ফিরে সে আসে।
   (০৭.০৭.২০ইং,রা:১১:০৪)